Ke Bole Manush More Lyrics ♥ কে বলে মানুষ মরে – Folk Song | Satyaki Banerjee

Ke Bole Manush More Lyrics ♥ কে বলে মানুষ মরে – Folk Song | Satyaki Banerjee

Ke Bole Manush More Lyrics

ওরে এ মানুষ মরলে পরে 

বিচার হবে কার?

এ মানুষ মরলে পরে 

বলো বিচার হবে কার ?

আমি বুঝলাম না ব্যাপার,

কে বলে মানুষ মরে ?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে ?

ও যেমন পরম থাকে নিরাকারে

খেলছেন খেলা নিরেতে,

আর জীবাত্মা জীবিত থাকে

পরমাত্মার জোরেতে,

পরমাত্মার জোরেতে। 

এই আদি সত্য পরম যিনি

জীব দেহ চালাচ্ছেন তিনি,

এই আদি সত্য পরম যিনি

এই জীব দেহ চালাচ্ছেন তিনি,

ওরে জন্ম মৃত্যু নাম ধরিয়া 

চালাইছে কোন কারোবার,

কে বলে মানুষ মরে?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে ?

আর পঞ্চ আত্মা পঞ্চ রহু 

বলো হিসেবেতে পাওয়া যায়,

একের হতে দুয়ের জন্ম 

পরমাত্মার মরণ নাই,

পরমাত্মার মরণ নাই। 

এই পরমাত্মার কর্ম লইয়া

জীবাত্মা যায় বিলান হইয়া,

পরমাত্মার কর্ম লইয়া

এই জীবাত্মা যায় বিলান হইয়া। 

এমন সুন্দর,

এমন সুন্দর দেহখানি 

হয়ে যায় বেকার,

কে বলে মানুষ মরে?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে ?

আমি বুঝলাম না ব্যাপার। 

যেমন সাগর হতে আসে পানি

এই নদীতে ভেসে বেড়ায় ..

আর যেথা হতে আসে পানি

তোথায় আবার ফিরা যায়

তোথায় আবার ফিরা যায়। 

এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে 

তবু সাগর কিন্তু শুকায় না রে,

এই জোয়ার ভাটায় ঘোরে ফেরে 

তবু সাগর কিন্তু শুকায় না রে,

তেমনি মানুষ ঘোরে ফেরে 

মনসুর কয় বার বার

কে বলে মানুষ মরে?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে?

এ মানুষ মরলে পরে 

বিচার হবে কার?

এ মানুষ মরলে পরে 

বলো বিচার হবে কার ?

খ্যাপা রে…

এ মানুষ মরলে পরে 

বলো বিচার হবে কার ?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে ?

আমি বুঝলাম না ব্যাপার

কে বলে মানুষ মরে ?

কে বলে মানুষ মরে লিরিক্স – বাংলা ফোক গান :

E manush morle pore bichar hobe kar

Ami bujhlam na bepar

Ke bole manush more

O jemon porom thake nirakare

Khelchen khela nirete

Aar jibatma jibit thake

Poromatmar jorete

Ei adi sotto porom jini

Jib deho chalacchen tini

Ore jonmo mrittu naam dhoriya

Chalaiche kon karobar

Ke bole manus more

Ke Bole Manush More Lyrics Details

It Is Song Of Shah Sufi Mohammad Munsur Ali. Satyaki Banerjee Sung This Song. It Is An Unplugged Version. We Are Presenting You This Song With Full Lyrics. Hope You Will Enjoy It. We Share the Ke Bole Manush More Lyrics.

 

Ke Bole Manush More Lyrics

Comments

Popular posts from this blog

♥ Porer Jayga Porer Jomin Lyrics | পরের জায়গা পরের জমিন

PHULL GENDE DA LYRICS – Amrinder Gill, Sanam Maarvi

Dhulabali Lyrics ♥ ধুলাবালি – Ashes Band Song